রোগ, লক্ষণ ও ঔষধ- জ্বর, ঠান্ডা, কাশি, ব্রংকাইটিস ( পর্ব- ২ )


রোগ, লক্ষণ ও ঔষধ- জ্বর, ঠান্ডা, কাশি, ব্রংকাইটিস ( পর্ব- ২ ) ঃ

* জ্বরঠান্ডাকাশিতে উপরোক্ত ঔষধগুলি ( রোগ,লক্ষণ ও ঔষধ- জ্বর, ঠান্ডা, কাশি -পর্ব ১ ) সেবন করানোর পর যদি না সারে অর্থাৎ ঘাম দিয়ে জ্বর না ছাড়ে তখন আমরা বায়োকেমিক Kali Sulph 6x, 12x ( কেলি সালফ ৬x, ১২x ) শক্তির ঔষধটি ব্যবহার করিতে পারি। কুসুম গরম পানি সহ সেব্য

* জ্বরের তাপ বেশি হলে তাপ কমানোর জন্য শরীরে দুর্বলতা সাড়াতে আমরা বায়োকেমিক ঔষধ Ferrum Phos 6x, 12x ( ফেরাম ফস ৬x, ১২x )Kali Phos 6x, 12x ( কেলি ফস 6x 12x ) ঔষধগুলো কুসুম গরম পানি সহ ঘন ঘন সেবন করালে ভালো উপকার হয়।

দীর্ঘ দিনের পুরানো ঠান্ডা বা কাশিসহ রোগ লক্ষণ ব্রংকাইটিস বলে মনে হলে আমরা Hepar Sulph 200 ( হিপার সালফ ২০০ ) শক্তির ঔষধটি সেবন করালে আশাতীত ফল পাওয়া যায়।



### বিঃ দ্রঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা শ্রেয়
স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শে যোগাযোগ করুন আমাদের ফেইসবুক পেইজে




No comments

Theme images by belknap. Powered by Blogger.