যৌন দুর্বলতা বা দ্রুত বীর্যপাত সমস্যা কি ? যৌন দুর্বলতার কারন,পরামর্শ ও চিকিৎসা।
যৌন দুর্বলতাঃ
যৌন কামনা একজন সুস্থ মানুষের স্বাভাবিক জৈবিক চাহিদা মাত্র। একজন সুস্থ সক্ষম পুরুষ ও নারীর সেক্স থাকাও যৌন মিলন হওয়া শরীর ও মনের জন্য অপরিহার্য। সাধারণত প্রত্যেক মানুষ স্বাভাবিক যৌন ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। এই ক্ষমতার সফলতা নির্ভর করে তার পারিবারিক, সামাজিক পরিবেশ, যৌনজ্ঞান এবং আর্থিক অবস্থার উপর। একজন মানুষের যৌনক্ষুধা কতটুকু তার ব্যক্তি বিশেষের চাহিদার উপর নির্ভর করে। যখন কোন ব্যক্তি তার সঙ্গিনীর প্রত্যাশা অনুযায়ী কামনা পূরণ করতে পারে না তখনই আমরা তাকে যৌন দুর্বলতা বলে থাকি।
যৌন দুর্বলতার কারনঃ
পুরুষদের ক্ষেত্রে-
১। পুরুষাঙ্গের শিথিলতা
২। দ্রুত বীর্যস্খলন
৩। বীর্যস্থলনে অক্ষমতা
৪। তীব্র মানসিক আঘাত, দুশ্চিন্তা
৫। মানসিক উত্তেজনা
৬। অত্যধিক হস্তমৈথুন বা অতিরিক্ত যৌন সহবাস
৭। যৌন দূর্বলতার ক্ষেত্রে মানসিক উত্তেজনা একটি প্রধান কারণ
৮। অতিরিক্ত মদ্যপান
৯। নেশা জাতীয় ট্যাবলেট সেবন করা
১০। স্নায়ুবিক দুর্বলতা
১১। অত্যধিক হস্তমৈথুন
১২। অতিরিক্ত যৌন সহবাস
১৩। স্বপ্নদোষ
১৪। শারীরিক অক্ষমতা
১৫। যৌন শিক্ষার অভাব
১৬। অতিরিক্ত যৌন চিন্তা করা
১৭। দেরিতে বিবাহ করা, ভয় ইত্যাদি
১৮। বিভিন্ন রোগ যেমনঃ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্নায়ুবিক দুর্বলতা।
মহিলাদের ক্ষেত্রে-
১। সহবাসের পর জরায়ুতে জ্বালা
২। দুজনের মধ্যে মনের মিল না থাকলে
৩। যৌন অবসাদগ্রস্ত হয়ে পড়া। নারীরা পুরুষের তুলনায় আবেগ প্রবন বেশী
৪। পিরিয়ডের আগে পরে বা সবসময় প্রদর স্রাব
৫। যোনী চুলকানি বা ক্ষত হওয়া
৬। মানসিক দুশ্চিন্তায় থাকা
৭। অনেক স্ত্রীর যোনী এতই শুস্ক থাকে যে সহবাস করা তাদের পক্ষে সম্ভবই হয় না
৮। ডিম্বানুতে হুল ফোটানো ব্যথা
৯। অনেকদিন ধরে ক্রনিক রোগে আক্রান্ত।
পরামর্শ ও চিকিৎসাঃ
১। অধিক মসলা জাতীয় খাবার পরিহার করুন
২। ভাঁজা-পোড়া, ঝালযুক্ত খাবার পরিহার করুন
৩। সতেজ ফলমূল ও শাকসবজি খাবেন
৪। পুষ্টিকর খাবার খাবেন। যেমনঃ দুধ, মুরগির ডিম, কলা, খোরমা খেজুর ।
৫। মানসিক দুশ্চিন্তা যথাসম্ভব এড়িয়ে চলুন
৬। অতিরিক্ত যৌন সহবাস থেকে বিরত থাকুন
৭। অতিরিক্ত যৌন চিন্তা করবেন না
৮। হস্তমৈথুন থেকে বিরত থাকুন
৯। ধর্মীয় অনুশাসন মেনে চলুন
১০। ধূমপান ও মদ্যপান পরিহার করুন।
৫। মানসিক দুশ্চিন্তা যথাসম্ভব এড়িয়ে চলুন
৬। অতিরিক্ত যৌন সহবাস থেকে বিরত থাকুন
৭। অতিরিক্ত যৌন চিন্তা করবেন না
৮। হস্তমৈথুন থেকে বিরত থাকুন
৯। ধর্মীয় অনুশাসন মেনে চলুন
১০। ধূমপান ও মদ্যপান পরিহার করুন।
হোমিওপ্যাথিতে যৌন দুর্বলতা রোগের সফল চিকিৎসা দেয়া হয়। কার্যকরী ফলাফল পাবেন ইন্শাআল্লাহ। বিস্তারিত জানতে আমাদের facebook page এ message করুন
বিঃ দ্রঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা শ্রেয়।
স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শে যোগাযোগ করুন আমাদের ফেইসবুক পেইজে ...
No comments