রোগ, লক্ষণ ও ঔষধ- উদরাময়, পেটের অসুখ, হজম শক্তি ও লিভারের গোলযোগ ( পর্ব- ৩ )


রোগ, লক্ষণ ও ঔষধ- উদরাময়, পেটের অসুখ, হজম শক্তি ও 

লিভারের গোলযোগ ( পর্ব- ৩ ) ঃ


* গভীর রাত পর্যন্ত জাগরন বা নেশা পানি প্রাণ করে হজম শক্তির গোলমাল বা লিভারের গোলযোগ দেখা দিলে আমরা Nux Vom. 6, 30 (নাক্স ভুমিকা ৬,৩০)  শক্তির ঔষধ সেবন করিব।

* তৈলাক্ত দ্রব্য আহার জনিত পেটে গোলযোগ দেখা দিলে বা রাত্রিকালীন উদরাময়ে আমরা Pulsatilla 6,30 (পালসেটিলা ৬,৩০) শক্তির ঔষধ সেবন করিব।

* গ্রীষ্মকালীন উদারাময় বা পাতলা পায়খানা দেখা দিলে আমরা Podophyllum Fieltum 200 (পডোফাইলাম ২০০) শক্তির ঔষধ ব্যবহার করিব।

* কোলের শিশু ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, হাতে কিছু দিলে ছুড়ে ফেলে দেয়।  পায়খানায় ডিম পচার ন্যায় গন্ধ আসে। এরূপ লক্ষণ দেখা দিলে আমরা Chamomilla 12 (ক্যামোমিলা ১২) শক্তির ওষুধ ব্যবহার করিব।

*  শিশু কৃমিজনিত ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, নাক খোঁটে ও পায়খানার সমস্যা দেখা দিলে Cina  6,30 শক্তির ঔষধ ব্যবহার করিব।

### বিঃ দ্রঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা শ্রেয়
স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শে যোগাযোগ করুন আমাদের ফেইসবুক পেইজে



No comments

Theme images by belknap. Powered by Blogger.