রোগ, লক্ষণ ও ঔষধ- জন্ডিস ( পর্ব-৪ )
রোগ, লক্ষণ ও ঔষধ- জন্ডিস ( পর্ব- ৪ ) ঃ
* লিভারের সমস্যার কারনে জন্ডিস দেখা দিলে আমরা Chelidonium M. Q ওষুধ টি ব্যবহার করিব।
* জন্ডিসের কারনে চোখ হলুদ হয়ে গেলে Hydrastis Can. Q (হাইড্রাসটিস ক্যান. মাদার) ঔষধটি প্রয়োগ করিব।
* জন্ডিস সহ হাত পা জ্বালাপোড়া ভাব থাকলে Natrum Sulphuricum 200 (নেট্রাম সালফ 200) শক্তির ঔষধটি সেবন করিব।
* জন্ডিস দেখা দেওয়ার পর পায়খানার বর্ণ কালো বা ছাই রঙের হলে Carduus Marianus Q (কারডুয়াস মেরিনাস মাদার) ব্যবহার করিব।
### বিঃ দ্রঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা শ্রেয়।
স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শে যোগাযোগ করুন আমাদের ফেইসবুক পেইজে।


No comments