হার্ট অ্যাটাক (Heart Attack) কি? হার্ট অ্যাটাকের কারন, লক্ষণ ও পরামর্শ জেনে নিন।
হার্ট অ্যাটাক (Heart Attack) কিঃ
হার্ট অ্যাটাক (Heart Attack) এক নীরব ঘাতক। হৃৎপিন্ড সম্পূর্ণ শরীরে রক্ত সরবরাহের কাজ করে থাকে। করোনারি আর্টারি নামে হৃৎপিন্ডের গায়ে ছোট দুটি ধমনী আছে। এই করোনারি আর্টারিতে কোলস্টেরল জমে ধমনীর রক্ত প্রবাহে বাধা সৃষ্টির ফলে হৃদযন্ত্রে রক্তস্বল্পতা জনিত কারণে অক্সিজেনের সরবরাহে ব্যাঘাত ঘটে হার্ট অ্যাটাক (Myocardial Infarction) হয়। শরীরচর্চা না করা, অস্বাস্থ্যকর খাদ্যগ্রহণ ও জীবনযাপনে অনিয়ম হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।
হার্ট অ্যাটাকের (Heart Attack) কারনঃ
হার্টের রক্তনালি ব্লকজনিত সমস্যা হয়ে হার্ট অ্যাটাক (Heart Attack) হয়। Saturated Fat বা সম্পৃক্ত চর্বি হৃদপিন্ডের করোনারি আর্টারিতে জমে এবং ধমনী প্রাচীর মোটা হয়ে সহজে রক্ত প্রবাহিত হতে পারে না এবং রক্ত জমাট বেঁধে যায়, এটাই হার্ট অ্যাটাকের কারন। অস্বাস্থ্যকর জীবনযাপন, ধূমপান, মদপান, দুশ্চিন্তা ইত্যাদি হার্ট অ্যাটাকের অন্যতম কারণ।
হার্ট অ্যাটাকের (Heart Attack) লক্ষণ বা উপসর্গঃ
১। বুকের বাঁ দিকে ব্যথা
২। নিঃশ্বাস বন্ধ হয়ে আসা বা শ্বাসকষ্ট হতে পারে
৩। গলার দু'পাশে চেপে ধরার অনুভূতি
৪। বমি বমি ভাব, মাথা ঘোরা ও ঘাম হওয়া
৫। চোয়ালে ব্যথা
৬। বুকের ঠিক নিচে পেটের মাঝখানে ব্যথা
৭। চোখে ঝাপসা দেখা, অন্ধকার দেখা ইত্যাদি সমস্যা হতে পারে
৮। পিঠ ও দুই কাঁধের হাড়ের মধ্যে ব্যথা
৯। বাহু ও হাতে ব্যথা, এই ব্যথা দুই হাতে বা এক হাতেও হতে পারে।
স্বাস্থ্য সম্পর্কিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন।
Like Our Facebook Page: The Homeo Health Care
Subscribe Us On YouTube : YouTube Channel of The Homeo Health Care
বিঃ দ্রঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা শ্রেয়।


No comments