যক্ষ্মা বা টিবি রোগের লক্ষণ, কিভাবে ছড়ায় এবং বিনামূল্যে যক্ষ্মারােগ নির্ণয় ও চিকিৎসার স্থানসমূহ জেনে নেই

যক্ষ্মাঃ

যক্ষ্মা বা যক্ষা একটি বায়ুবাহিত রোগ। যক্ষ্মা ( ইংরেজি: Tuberculosis, টিউবার্‌কিউলোসিস্‌ বা টিবি ) একটি সংক্রামক রোগ যার কারণ মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস ( Mycobacterium tuberculosis ) নামের জীবাণু। যক্ষ্মা প্রায় যেকোন অঙ্গে হতে পারে। যক্ষ্মা সবচেয়ে বেশী দেখা যায় ফুসফুসে। জীবাণু শরীরে ঢুকলেই কিন্তু যক্ষ্মা হয় না। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে যক্ষ্মা হওয়ার সম্ভবনা বেশি থাকে। এ রােগে প্রতিদিন গড়ে ৪,৫০০ জন প্রাণ হারায়। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর এক লাখে ২২১ জন নতুন করে যক্ষ্মায় আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে ৩৬ জন মারা যায়। বাংলাদেশে বর্তমানে দুই লাখ ৬৭ হাজার ২৭৬ জন যক্ষ্মারােগী আছে। এর মধ্যে শিশু যক্ষ্মারােগীর সংখ্যা ১১ হাজার ৩৫২ জন।

যক্ষ্মা কিভাবে ছড়ায়ঃ

যেহেতু যক্ষ্মা বায়ুবাহিত রোগ তার কারণে বাতাসের মাধ্যমে যক্ষা রোগের জীবাণু ছড়ায়। যক্ষা রোগে আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির মাধ্যমে রোগের জীবাণু বাতাসে গিয়ে মিশে এবং রোগের সংক্রমণ ঘটায়।


যক্ষ্মা রোগের লক্ষণঃ

১। ফুসফুসে যক্ষ্মা হলে হাল্কা জ্বর ও কাশি হতে পারে। কাশির সাথে কফ এবং মাঝে মাঝে রক্ত বের হওয়া।
২। সাধারনত তিন সপ্তাহের বেশি কাশি হওয়া।
৩। জ্বর।
৪। বুকে ব্যথা, দুর্বলতা।
৫। মেজাজ খিটখিটে হয়ে যাওয়া।
৬। ওজন কমে যাওয়া ও ক্ষুধামন্দা ইত্যাদি ফুসফুসের যক্ষার প্রধান উপসর্গ।

রোগ নির্নয়ের জন্য পরীক্ষাসমূহঃ

কফ পরীক্ষা, রক্তের পরীক্ষা, ত্বকের পরীক্ষা, বুকের এক্স-রে, সিটি স্ক্যান, কালচার টেস্ট।

বিনামূল্যে যক্ষ্মারােগ নির্ণয় ও চিকিৎসার স্থানসমূহঃ

১। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ২। কমিউনিটি ক্লিনিক
৩। সকল বক্ষব্যাধি ক্লিনিক ও বক্ষব্যাধি হাসপাতাল
৪। এনজিও ক্লিনিক ৫। সম্মিলিত সামরিক হাসপাতাল ৬। জেলা সদর হাসপাতাল
৭। কারাগারসমূহ ৮। মেডিকেল কলেজ হাসপাতাল ৯। বিশেষায়িত হাসপাতাল ১০। বিভিন্ন ফ্যাক্টরী, ইপিজেড, বিজিএমইএ এবং বিকেএমইএ স্বাস্থ্যকেন্দ্র।

তাই অবহেলা না করে কফ পরীক্ষা করান, নিয়মিত পূর্ণ মেয়াদের চিকিৎসায় যক্ষ্মা সম্পূর্ণ ভালাে হয় ইনশাআল্লাহ্‌।

স্বাস্থ্য সম্পর্কিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

Like Our Facebook Page: The Homeo Health Care

Subscribe Us On YouTube : YouTube Channel of The Homeo Health Care


 বিঃ দ্রঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা শ্রেয়


স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শে যোগাযোগ করুন আমাদের ফেইসবুক পেইজে ...








No comments

Theme images by belknap. Powered by Blogger.