স্ট্রোক কেন হয়? স্ট্রোকের লক্ষণ বা উপসর্গ এবং স্ট্রোকের ঝুঁকিপূর্ণ কারণ
স্ট্রোকঃ
স্ট্রোক মস্তিষ্কের একটি রােগ। মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটার ফলে যে অব্যবস্থা দ্রুত জন্ম নেয় তাকে বলা হয় স্ট্রোক (Stroke)। দেহের রক্তের মাত্র ২% মস্তিষ্ক ব্যবহার করে থাকে। স্ট্রোকের কারণ দুইটি। যথা-মস্তিষ্কের ধমনী ছিড়ে রক্তপাত হওয়া অথবা মস্তিষ্কে প্রবাহজনিত বাঁধা। এতে রােগী পক্ষাঘাতগ্রস্থ (Paralysis) এবং অজ্ঞান হয়ে যায়। এমনকি এতে রােগীর মৃত্যুও হতে পারে।
স্ট্রোকের লক্ষণ বা উপসর্গঃ
১। মুখটা অসাড় হয়ে যাওয়া, এক হাত অন্য হাতের চেয়ে দুর্বল অনুভব করা এবং কথা জড়িয়ে যাওয়া বা কথা বলতে অপারগতা
২। চোখে ঝাপসা দেখা, অন্ধকার লাগা বা ডাবল দেখা
৩। গা মাথা ঝিম ঝিম করা
৪। মাথা ঘুরানো, শরীরের ভারসাম্য রক্ষায় অসুবিধা
৫। কোনও কারণ ছাড়াই হঠাৎ প্রচণ্ড মাথা যন্ত্রণা
৬। অবশ, দুর্বলতা লাগা, শরীরের এক পাশ অকেজো হওয়া
৭। অস্বস্তি হওয়া, হাঁটাচলা বা কথাবার্তা বলতে অসুবিধা হওয়া।
স্ট্রোকের ঝুঁকিপূর্ণ কারণঃ
১। স্ট্রোকের প্রথম প্রধান এবং সবচেয়ে বিপদজ্জনক বিষয় উচ্চ রক্তচাপ বা হাই ব্লাডপ্রেসার
২। রক্তে কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি হলে
৩। নিয়মিত অতিরিক্ত মদ্যপান ও ধূমপানের অভ্যাসের ফলে
৪। ডায়াবেটিস বা বহুমূত্র রোগ
৫। স্ট্রেস ও ডিপ্রেশনসহ অন্যান্য মানসিক সমস্যা
৬। হার্টের অসুখ থাকলে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেশি
৭। পারিবারিক ইতিহাস
মনে রাখবেন স্ট্রোক এর ক্ষেত্রে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে যাবেন। যত দ্রুত চিকিৎসা করবেন ততোই রোগীর জন্য ভালো হবে। স্ট্রোকের দ্রুত চিকিৎসা হলে পুরোপুরি সুস্থ হয়ে উঠা সম্ভব, ইনশাআল্লাহ্।
৮। স্থুলতা।
সাধারণত স্ট্রোক ৫৫ বছরের বেশি বয়স্ক পুরুষদের বেশি হয়।
মনে রাখবেন স্ট্রোক এর ক্ষেত্রে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে যাবেন। যত দ্রুত চিকিৎসা করবেন ততোই রোগীর জন্য ভালো হবে। স্ট্রোকের দ্রুত চিকিৎসা হলে পুরোপুরি সুস্থ হয়ে উঠা সম্ভব, ইনশাআল্লাহ্।
স্বাস্থ্য সম্পর্কিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন।
Like Our Facebook Page: The Homeo Health Care
Subscribe Us On YouTube : YouTube Channel of The Homeo Health Care
বিঃ দ্রঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা শ্রেয়।
স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শে যোগাযোগ করুন আমাদের ফেইসবুক পেইজে ...


No comments